প্রাইম ইউনিভার্সিটিতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করা হয়
আজ ১৬ ডিসেম্বর, প্রাইম ইউনিভার্সিটিতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, সিআইপি এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত), প্রফেসর ড. আবদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান, আনোয়ার কামাল পাশা, সেক্রেটারি জেনারেল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী, ট্রেজারার, ফিরোজ মাহমুদ হোসেন এবং সম্মানিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা মীর শাহাবুদ্দিন ও সম্মানিত সদস্য, জনাব মামুন সোবহান । আরো উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন, প্রফেসর ড. এম আরশাদ আলী, প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. রাশিদুল হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক, হুমায়ুন কবির লস্কর, রেজিস্ট্রার, ক্যাপ্টেন এম এ জব্বার, বিএন (অব:), বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ। এ উপলক্ষে আলোচনা সভা ও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।