প্রাইম ইউনিভার্সিটির ‘সামার সেমিস্টার-২০২৪’ নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ

প্রাইম ইউনিভার্সিটির ‘সামার সেমিস্টার-২০২৪’ নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান:
১৮ অক্টোবর ২০২৪ তারিখে প্রাইম ইউনিভার্সিটির ‘সামার সেমিস্টার-২০২৪’ এর নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) এবং ট্রেজারার প্রফেসর ড. আবদুর রহমান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: তৌহিদুর রহমান, সিআইপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সেক্রেটারি জেনারেল মো: আশরাফ আলী, সম্মানিত ট্রেজারার ফিরোজ মাহমুদ হাসান, সস্মানিত সদস্য আছিয়া জামান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম আরশাদ আলী, প্রকৌশল অনুসদের ডীন প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার রাশিদুল হাসান, আইন অনুষদের ডীন প্রোফেসর মো: ইমরান পারভেজ খান, রেজিস্ট্রার এম এ জব্বার, পরিক্ষা নিয়ন্ত্রক মো: হুমাউন কবির লস্কর এবং সকল বিভাগের বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সম্মানিত অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী,
আমন্ত্রিত অতিথিবৃন্দ, নবাগত ছাত্র-ছাত্রীগণ নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রাইম ইউনিভার্সিটির রেজিস্ট্রার এম এ জব্বার নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন।
নবাগত ছাত্র-ছাত্রীদের পক্ষ হতে দুইজন শিক্ষার্থী এবং একজন প্রাক্তন শিক্ষার্থী (অ্যালামনাই) বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা ও তাদের অনুভূতি প্রকাশ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: তৌহিদুর রহমান, সিআইপি নবাগত ছাত্র-ছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উপদেশমূলক পরামর্শ দেন। তিনি তাদেরকে সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করে আগামী দিনে দেশের নেতৃত্বদানের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারী জেনারেল, দেশ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সকলের প্রয়োজনীয় ভূমিকা রাখার আহবান জানান।
অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) এবং ট্রেজারার প্রফেসর ড. আবদুর রহমান তাঁর ভাষণে নবাগত শিক্ষার্থীদেরকে উপযুক্ত ও দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য পরামর্শ প্রদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডের তথ্য উপস্থাপন করেন।
আলোচনাসভা শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।