প্রাইম ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন
২৬ মার্চ, ২০২৪ তারিখে প্রাইম ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত সহযোগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ এর কার্যক্রম শুরু করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের মাননীয় চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, সিআইপি। আরো উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব তোফাজ্জল হোসেন, সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী, সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর শাহাবুদ্দিন এবং ট্রেজারার ফিরোজ মাহমুদ হোসেন। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আব্দুর রহমান, রেজিস্ট্রার ক্যাপ্টেন এম এ জব্বার, বিএন (অব:), পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হুমায়ুন কবির লস্কর, সকল অনুষদের ডীন ও বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রছাত্রীবৃন্দ। স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ এর আলোচনায় স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। সেই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এদেশের বীর মুক্তিযুদ্ধা ও স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সূর্য সন্তানদের এবং মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো মা বোনদের আত্মত্যাগ। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতাকে আরো অর্থবহ করে তোলার জন্য ছাত্রছাত্রীদের আহবান জানানো হয়। পরিশেষে দোয়া মাহফিলের মাধ্যমে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।