প্রাইম ইউনিভার্সিটিতে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন
একুশে ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে প্রাইম ইউনিভার্সিটির শহিদ মিনার প্রাঙ্গণে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপিত হয়। ভাষা শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের বেদিতে বোর্ড অব ট্রাস্টিজের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন মাননীয় চেয়ারম্যন ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান,সিআইপি, সেক্রেটারী জেনারেল বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী, ট্রেজারার ফিরোজ মাহমুদ হোসেন এবং সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর শাহাবুদ্দিন। উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ (ভারপাপ্ত) মোঃ হুমায়ুন কবির লস্কর ও রেজিষ্ট্রার ক্যাপ্টেন এম এ জব্বার, বি এন (অবঃ) এর নেতৃত্বে কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য এর নেতৃতে কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: আরশাদ আলী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো: আব্দুর রহমানের নেতৃত্বে বিভিন্ন অনুষদের পক্ষ থেকে অনুষদ সদস্যগণ এবং ছাত্রছাত্রীসহ শহিদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন।
পুস্পস্তবক অর্পণ শেষে শহিদ মিনারের সামনে উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যন ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, সিআইপি, সেক্রেটারী জেনারেল বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী, ট্রেজারার ফিরোজ মাহমুদ হোসেন সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর শাহাবুদ্দিন, কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: আরশাদ আলী, উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির ও রেজিষ্ট্রার ক্যাপ্টেন এম এ জব্বার, বি এন (অবঃ)।
পরিশেষে দোয়া মাহফিলের মাধ্যমে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।