প্রাইম ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন।

২৬ মার্চ, ২০২৩ তারিখে প্রাইম ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় সংগীত ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ কার্যক্রম শুরু করা হয়। এই উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান। আরো উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা, সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী, ট্রেজারার ফিরোজ মাহমুদ হোসেন এবং সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর শাহাবুদ্দিন। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আরশাদ আলী, প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ নাসিম আঞ্জুম, আইন অনুষদের ডীন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আব্দুর রহমান, রেজিস্ট্রার ক্যাপ্টেন এম এ জব্বার, বিএন (অব:), ট্রেজারার মোঃ হুমায়ুন কবির লস্কর, পরীক্ষা নিয়ন্ত্রক মো: আশরাফ আলী, সকল বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রছাত্রীবৃন্দ। স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ এর আলোচনায় স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। সেই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এদেশের বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সূর্যসন্তানদের। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতাকে আরো অর্থবহ করে তোলার জন্য ছাত্রছাত্রীদের আহবান জানানো হয়।