প্রাইম ইউনিভার্সিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতিয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

১৭ মার্চ, ২০২৩ তারিখে প্রাইম ইউনিভার্সিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল- এর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম- এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী, উপ-উপাচার্য, ট্রেজারার, সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।
আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার ক্যাপ্টেন এম এ জব্বার বিএন (অব.)।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন এবং ছাত্রছাত্রীদেরকে জাতির জনকের আদর্শে জীবন গড়ে তোলার আহ্বান জানান।
আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি বোর্ড অব ট্রাস্ট্রির সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী, উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল জব্বার হাওলাদার, ফ্যাকাল্টি অব ল এর ডিন, প্রফেসর ড. আবদুর রহমান। তাঁরা সকলকে বঙ্গবন্ধুর আদর্শে নিজেদেরকে গড়ে তোলার আহবান জানান। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ০২ জন শিক্ষার্থী বক্তব্য রাখেন।
মাননীয় উপাচার্য বঙ্গবন্ধুর কাঙ্খিত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বার্থে ছাত্রছাত্রীদের নিজেদেরকেও সমৃদ্ধ করে গড়ে তোলার আহবান জানান।
অনুষ্ঠানে অতঃপর জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
পরিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।