বসন্তবরণ ও পিঠা উৎসব
প্রাইম ইউনিভার্সিটি ০৯ মার্চ ২০২৩ তারিখে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বসন্তবরণ ও পিঠা উৎসবের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা ১২ (বার) টি স্টলে পিঠা উৎসবে অংশগ্রহণ করে। এ উৎসবে ছাত্রছাত্রীদের নিজ হাতে তৈরি প্রায় দেড় শতাধিক রকমের ঐতিহ্যবাহি ও লোভনীয় পিঠা প্রদর্শিত হয়। বসন্তবরণ ও পিঠা উৎসবের উদ্বোধন করেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান। আরো উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি জেনারেল মোঃ আশরাফ আলী, ট্রেজারার ফিরোজ মাহমুদ হোসেন, সম্মানিত সদস্য মীর শাহাবুদ্দিন, ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড এম জাহাঙ্গীর আলম, উপ-উপাচার্য, ট্রেজারার, সকল অনুষদের ডীন, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিষ্ট্রার, সকল বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান ছাত্রছাত্রীদের মানষিক বিকাশের জন্য নিয়মিত এধরনের অনুষ্ঠান আয়েজনের উপর গুরুত্বারোপ করেন। তিনি ট্রাস্টিবোর্ডের সদস্যবৃন্দ ও মাননীয় উপাচার্যসহ উর্ধ্বতন কর্মকর্তাগণকে সাথে নিয়ে পিঠা স্টলসমূহ পরিদর্শণ করেন এবং ছাত্রছাত্রীদের সাথে কুশলবিনিময় করেন। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠে।