প্রাইম ইউনিভার্সিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস - ২০২২ উদযাপিত

১৫ আগস্ট ২০২২ তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে প্রাইম ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতির জনক বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী।  এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর শাহাবুদ্দিন। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল জব্বার হাওলাদার, রেজিস্ট্রার ক্যাপ্টেন মো: আব্দুল জব্বার, বিএন (অব:), পরীক্ষা নিয়ন্ত্রক মো: আশরাফ আলী, ট্রেজারার মো: হুমায়ুন কবির লস্কর, সকল বিভাগের ডীন, বিভাগীয় প্রধান ও শিক্ষক মন্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। 

আলোচনায় বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক ও তাঁর আদর্শের উপর আলোকপাত করেন এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাঁর অসামান্য অবদান তুলে ধরে সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নের জন্যে নতুন প্রজন্মকে আহবান জানান। 

বক্তব্যের পর কবিতা আবৃত্তি ও গণসঙ্গীত এর আয়োজন করা হয় এবং জাতীয় সঙ্গীত এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।