মত বিনিময় সভা
Dec 30, 2023
PU Campus
Details
প্রাইম ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত মিরপুর এবং এর পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ/উপাধ্যক্ষ ও সিনিয়র শিক্ষকদের সাথে শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা প্রাইম ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী, বোর্ড অব ট্রাস্টিজের ট্রেজারার, ফিরোজ মাহমুদ হোসেন, মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম জাহাঙ্গীর আলম,উপ উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির, কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরশাদ আলী, রেজিস্ট্রার ক্যাপ্টেন এম এ জব্বার বিএন (অবঃ) এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন।
মতবিনিময়ে সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মীর শাহাবুদ্দিন, কনভেনার মার্কেটিং সেল এবং সদস্য বোর্ড অব ট্রাস্টিজ, প্রাইম ইউনিভার্সিটি।
উক্ত মত বিনিময় সভায় মিরপুর এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ/ উপাধ্যক্ষ এবং সিনিয়র শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন ধরনের গঠনমূলক বক্তব্য তুলে ধরেন।