Power System and Protection Laboratory Upgrades
Oct 26, 2023
Department of EEE, Room no: 510
Details
B.Sc. in EEE Program, Prime University তে প্রায় ৪২ টি Theory course এবং ২১ টি Lab. আছে। আমার মতে, উক্ত Lab. গুলোর মধ্যে Power System and Protection Lab. সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই Lab. টিতে Power Generation, Transmission, Distribution, Electric fault এবং Fault হলে কি ধরনের পদক্ষেপ নিতে হবে উক্ত বিষয়ে Experiment করানো যায়। ছাত্র-ছাএীরা যেন Job field এ গিয়ে দক্ষতার সাথে কাজ করতে পারে সেজন্য Lab. টি Set-up করা হয়েছে। অনেক University তে EEE dept. থাকলেও এই Lab. টি নেই। কারণ এটা বেশ ব্যয়বহুল। Prime University authority কে ধন্যবাদ জানাচ্ছি EEE বিভাগে Lab. টি set-up করার জন্য। সেই সাথে প্রিয় সহকর্মীদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে Shuvodip Das এবং Salim Reza, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা IEB Accreditation এর জন্য আবেদন করেছি, ইনশাআল্লাহ পাবো। প্রিয় ছাত্র ছাত্রীরা যারা ভর্তির জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে খোঁজ নিচ্ছো, তোমার কয়েকটা বিষয় গুরুত্ব সহকারে দেখবে। যেমন: Lab. সুবিধা, দক্ষ শিক্ষক শিক্ষিকা, Alumni এর অবস্থান, Student-Teacher relationship, ধুমপান ও রাজনীতি মুক্ত ক্যাম্পাস ইত্যাদি। Prime University উপরক্ত বিষয় বিবেচনা করে পাঠদান করে যাচ্ছে। কোন Query থাকলে যোগাযোগ করতে পারো।
Md. Mostak Ahmed
Associate Professor, Dept. of EEE, Prime University
_______________________________________________________
Power System Protection and Switchgear Trainer
Auto PFI Plant with Load Trainer
Electrical Machine Laboratory Module
Power System Protection Module