Notice Board

Message From Head of the Department

প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগে আপনাকে স্বাগত জানাই।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে গড়ে উঠেছে প্রাইম ইউনিভার্সিটি । প্রাইম ইউনিভার্সিটির বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ । উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য প্রাইম ইউনিভার্সিটি এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের নাগরিকদের মধ্যে বাংলা ভাষা, বাংলা সাহিত্যে জ্ঞানদানের লক্ষ্যে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স প্রোগ্রামটি চালু হয়েছে। প্রাইম ইউনিভার্সিটিতে বাংলা বিভাগের অনুমোদন ও পাঠদান-কার্যক্রম শুরু হওয়ায় আমরা তাই অত্যন্ত আনন্দিত । যদিও সৃূচনালগ্ন থেকেই প্রাইম ইউনিভার্সিটি সযতনে ও সচেতন প্রয়াসে সাহিত্য-সংক্ষৃতির লালন ও বিকাশনে সক্রিয় রয়েছে। পাঠদান ও প্রশিক্ষণের জন্য পূর্বাপর এখানে রয়েছেন অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ৷

একজন মানুষকে পরিপূর্ণ-মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে হলে স্বীয় কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে সম্যক সচেতনতা অপরিহার্ষ। বিশেষত আত্মবোধন, বিকাশন ও আত্ম উন্নয়নের জন্য ভাষা ও সাহিত্যবোধ অপরিহার্য ।

বিতর্ক, আবৃত্তি, অভিনয়, সঙ্গীত, নৃত্য ইত্যাদির নিয়মিত অনুশীলনের সুযোগ এব্‌ং দেয়াল পত্রিকা, সাময়িকী, বার্ষিকী ইত্যাদি প্রকাশনা । তাদেরকে জাতীয় চেতনায় উদ্বুদ্ধকরণের জন্য যথাযথ মর্ধাদায় পালিত ও উদযাপিত হয় জাতীয় দিবসসমূহ। শিক্ষার্থীদের যুগোপযোগী তথা বৈশিকবোধে সমুন্নত করার লক্ষ্যে নিয়মিত আয়োজিত হয় সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রয়েছে ইংরেজি ও কম্পিউটার-শিখনের বিশেষ সুবিধা । রয়েছে খেলাধুলা ও শিক্ষক-শিক্ষার্থী সমভিব্যাহারে বনভোজন ও ভ্রমণের ব্যবস্থা ।

সর্বোপরি রাজনীতি ও ধূমপানমুক্ত এই শিক্ষায়তনে প্রতিটি শিক্ষার্থী যেন নৈতিকতা, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যধোধে উজ্জীবিত হয়ে স্বচ্ছ-সুন্দর ও সুরভিত মানস-গঠনে প্রয়াসী হতে পারে - এখানে রয়েছে তার অনুকূল পরিবেশ।

CEO Image
Md Al-Amin Head Of Department

VISION

বাংলাদেশে প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে বি এ অনার্স এবং এম এ পাঠদান করা হয়। অথচ এ ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহে ব্যতিক্রম পরিলক্ষিত হয়। বহু সংখ্যক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে হাতেগোনা কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা এবং সাহিত্য বিষয়ে বি এ অনার্স এবং এম এ পড়ানো হয়। এই বিবেচনা থেকে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষা এবং সাহিত্যের প্রসারের লক্ষ্যে প্রাইম ইউনিভার্সিটি বাংলা বিষয়ে বি এ অনার্স প্রোগ্রাম চালু করেছে। স্নাতক বিভাগের শিক্ষার্থীদের জন্য পাঠসূচি ও পাঠক্রম প্রণয়ন করা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রদত্ত রূপরেখা ও বিধি-বিধান অনুসরণ করে। এই বিশ্ববিদ্যালয়টিতে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে পাঠদানের প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। উচ্চ শিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষকবৃন্দের দ্বারা পরিচালিত হচ্ছে বিভাগের শিক্ষা কার্যক্রম।

MISSION

মূলত বাংলা বিভাগে বাংলা সাহিত্যের ইতিহাস, বিভিন্ন উপন্যাস, খ্যাতনামা কবি ও সাহিত্যিকদের বিভিন্ন গদ্য ও বিখ্যাত কবিতা পড়ানো হয়। বাংলা ভাষা ও এর বিভিন্ন ধারা এবং আমাদের বাংলা ভাষার যে বিশাল সাহিত্য ভান্ডার রয়েছে সে সম্পর্কে এবং এই সমৃদ্ধ ভাষাটির ইতিহাস-ঐতিহ্য সম্বন্ধে শিক্ষার্থীদের অবহিত করা এবং সর্বোপরি মাতৃভাষার বিকাশ ও মূল্যবোধ প্রতিষ্ঠাই এই বিভাগটির মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত প্রথা হিসেবে শুধুমাত্র পাঠক্রম নয়, বরং শিক্ষর্থীদের সৃজনশীল ও মননশীল বিভিন্ন কর্মকান্ডে সম্পৃক্ত করার সকল ব্যবস্থা বিভাগটিতে বিদ্যমান রয়েছে।

Departmental Events

  • 25th Apr, 2022
  • Campus

Iftar Mahfil 2022

Departmental Notable Alumni