VISION
বাংলাদেশে প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে বি এ অনার্স এবং এম এ পাঠদান করা হয়। অথচ এ ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহে ব্যতিক্রম পরিলক্ষিত হয়। বহু সংখ্যক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে হাতেগোনা কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা এবং সাহিত্য বিষয়ে বি এ অনার্স এবং এম এ পড়ানো হয়। এই বিবেচনা থেকে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষা এবং সাহিত্যের প্রসারের লক্ষ্যে প্রাইম ইউনিভার্সিটি বাংলা বিষয়ে বি এ অনার্স প্রোগ্রাম চালু করেছে। স্নাতক বিভাগের শিক্ষার্থীদের জন্য পাঠসূচি ও পাঠক্রম প্রণয়ন করা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রদত্ত রূপরেখা ও বিধি-বিধান অনুসরণ করে। এই বিশ্ববিদ্যালয়টিতে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে পাঠদানের প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। উচ্চ শিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষকবৃন্দের দ্বারা পরিচালিত হচ্ছে বিভাগের শিক্ষা কার্যক্রম।
MISSION
মূলত বাংলা বিভাগে বাংলা সাহিত্যের ইতিহাস, বিভিন্ন উপন্যাস, খ্যাতনামা কবি ও সাহিত্যিকদের বিভিন্ন গদ্য ও বিখ্যাত কবিতা পড়ানো হয়। বাংলা ভাষা ও এর বিভিন্ন ধারা এবং আমাদের বাংলা ভাষার যে বিশাল সাহিত্য ভান্ডার রয়েছে সে সম্পর্কে এবং এই সমৃদ্ধ ভাষাটির ইতিহাস-ঐতিহ্য সম্বন্ধে শিক্ষার্থীদের অবহিত করা এবং সর্বোপরি মাতৃভাষার বিকাশ ও মূল্যবোধ প্রতিষ্ঠাই এই বিভাগটির মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত প্রথা হিসেবে শুধুমাত্র পাঠক্রম নয়, বরং শিক্ষর্থীদের সৃজনশীল ও মননশীল বিভিন্ন কর্মকান্ডে সম্পৃক্ত করার সকল ব্যবস্থা বিভাগটিতে বিদ্যমান রয়েছে।