|
প্রাইম ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস
ও
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ পালিত হয়েছে।
প্রাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ভাষা শহীদদের স্মরণে মীরশাহাবুদ্দিন, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এর নেতৃত্বে প্রভাতফেরী’র আয়োজন করা হয় যা ক্যাম্পাস থেকে মাজার রোড, মিরপুর-১ প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে আসে। এরপর মীরশাহাবুদ্দিন, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দও ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। পরবর্তীতে আলোচনা সভায় ভাষা শহীদদের অবদান ও আন্দোলনের পেক্ষাপট নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ছাত্র-ছাত্রীবৃন্দ, রেজিস্ট্রার এম এ জব্বার, কন্ট্রোলার অব এক্সামিনেশন নুর হোসেন তালুকদার, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এর ডীন প্রফেসর আবু সালেহ আবদুন নূর, ট্রেজারার প্রফেসর আরশাদ আলী। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান মীরশাহাবুদ্দিন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান, মোঃ আশরাফ আলী। এরপর গভীর ভাব গাম্ভীর্যের সাথে শহীদদের জন্য দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইমাম ক্বারী আবদুল কাদের। শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দের অংশ গ্রহণে আয়োজিত সাংস্কৃতিক পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
|
|